হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা সোনার বার। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সোনার ১৫টি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তির নাম মো. সোহেল উদ্দিন। তিনি কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা সদরের ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করা হবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা গতকাল রোববার সন্ধ্যায় আবাদেরহাট বাজারের পাশে অবস্থান নেন। এ সময় একটি সন্দেহভাজন ইজিবাইক আটক করে তল্লাশি করা হয়। পরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৫টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় ইজিবাইকের চালক সোহেলকে আটক করা হয়। তিনি জানান, এই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল জানান, জব্দ সোনার ওজন এক কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। আটক পাচারকারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭