হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা সোনার বার। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সোনার ১৫টি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তির নাম মো. সোহেল উদ্দিন। তিনি কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা সদরের ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করা হবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা গতকাল রোববার সন্ধ্যায় আবাদেরহাট বাজারের পাশে অবস্থান নেন। এ সময় একটি সন্দেহভাজন ইজিবাইক আটক করে তল্লাশি করা হয়। পরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৫টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় ইজিবাইকের চালক সোহেলকে আটক করা হয়। তিনি জানান, এই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল জানান, জব্দ সোনার ওজন এক কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। আটক পাচারকারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

মনোনয়ন চেয়ে বিএনপি নেতার সমর্থকদের মানববন্ধন