হোম > সারা দেশ > সাতক্ষীরা

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার

সাতক্ষীরা ও তালা প্রতিনিধি

তালা ফুটবল মাঠে ছাত্র-যুব সমাবেশে জামায়াত সেক্রেটারি। ছবি: আজকের পত্রিকা

জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা না দিতে এনসিপিকে পরামর্শ দিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’

আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

কুঁজো একটি বুড়োর গল্পের অবতারণা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘লাঠি ভর দিয়ে হাঁটা কুঁজো বুড়ো তাঁর এভাবে হাঁটার কারণ সম্পর্কে এক যুবক ছেলের প্রশ্নের উত্তরে বলেন, আরে বাবা, আগে এ পর্যন্ত আসো।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘সংস্কার প্রশ্নে আমরা আন্তরিক বলেই ৬টি সংস্কার কমিশনে জামায়াতই লিখিত পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে।’ নতুন দল এনসিপিকে সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তাদের কেউ দাম দেয় না। তারা ভেবেছে, আমরা যদি জামায়াতের মতো বড় একটি দলের সমালোচনা করি, তাতে যদি দাম দেয়। কিন্তু আমরা আপনাদের অতটা আমলে নিই না।’

মাওলানা মো. মফিদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

মনোনয়ন চেয়ে বিএনপি নেতার সমর্থকদের মানববন্ধন