হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভারত থেকে ঠেলে দিয়ে যাওয়া ৭৮ জনের ৩ ভারতীয়কে আদালতে সোপর্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারত থেকে ঠেলে দেওয়া ৭৮ জন। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রোববার গভীর সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক। আর বাকি ৭৫ জন বাংলাদেশি। বাংলাদেশিদের তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ভারতীয় ৩ নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার রাত ১১টায় কোস্ট গার্ডের সদস্যরা ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় নিয়ে আসেন। তাঁদের মধ্যে ৩ জন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরের বাসিন্দা।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, ৩ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা জোনাল অফিসের পিও মশিউর রহমান বাদী হয়ে আজ সোমবার মামলাটি করেন। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

বাকি ৭৫ জন বাংলাদেশি নাগরিককে তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান মিথুন সরকার।

প্রসঙ্গত, ৮ মে সন্ধ্যায় বিএসএফ এসব ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হিসেবে ঠেলে দিয়ে যায় এবং তাঁরা হেঁটে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে চলে আসেন। পরে তাঁদের সমুদ্রপথে মোংলা কোস্ট গার্ড অফিসে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন উদ্বেগ প্রকাশ করেছে এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা