সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুরে বালুর ট্রাকচাপায় আখ ব্যবসায়ী আবুল কালাম (৪৫) নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে সখীপুর টেলিফোন টাওয়ার-সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম উপজেলার সখীপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আবুল কালাম আখ নিতে ভ্যান চালিয়ে সখীপুর টেলিফোন টাওয়ার-সংলগ্ন জমিতে যাচ্ছিলেন। এ সময় দেবহাটায় বালু নিতে আসা একটি ট্রাক পেছন দিক থেকে তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ সখীপুর হাসপাতালে রয়েছে। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।