হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে বাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত, ১০ হাজার মানুষ পানিবন্দী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

খোলপেটুয়া নদী তীরবর্তী উপকূল রক্ষা বাঁধ ভেঙে শ্যামনগর উপজেলার দুই ইউনিয়নের ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ নম্বর পোল্ডারের দুর্গাবাটি সাইক্লোন শেল্টারের পার্শ্ববর্তী বাঁধের প্রায় দেড় শ ফুট নদীতে ধসে পড়লে এমন অবস্থার সৃষ্টি হয়। 

বৃহস্পতিবার রাতে দুর্গাবাটি ও পোড়াকাটলা গ্রামের কিছু অংশে পানি প্রবেশ করলেও শুক্রবার দুপুরের জোয়ারের পানি উপজেলার বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের ৮টি গ্রামকে প্লাবিত করে। ফলে, প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাশাপাশি ৮ হাজার বিঘা জমির চিংড়ি ঘেরসহ শতাধিক মিষ্টি পানির পুকুর ভেসে গেছে। 

স্থানীয়রা ভাঙনের জন্য বাঁধের কাজের দায়িত্বে থাকা ঠিকাদারকে দায়ী করছেন। তাঁদের দাবি সংস্কারকাজে গুণগত মান রক্ষা না করায় এবং পাশের খোলপেটুয়া নদী থেকে অব্যাহতভাবে বালু উত্তোলনের কারণে ওই অংশের বাঁধ নদীতে ধসে গেছে। 

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছে, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে রিং বাঁধ নির্মাণ করে ভাঙনের বিস্তৃতি রোধের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রশাসকসহ পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

 স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে বাঁধের ওই অংশের প্রায় ১০০ ফুট খোলপেটুয়া নদীতে বিলীন হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যার পর আশপাশের গ্রামগুলোর ৩ থেকে ৪ মানুষ ভাঙনকবলিত অংশে নিজস্ব প্রচেষ্টায় রিং বাঁধ নির্মাণের চেষ্টা করেন। তবে রাত নেমে আসায় এবং নদীতে আবার জোয়ারের চাপ তৈরি হওয়ায় স্থানীয়রা কাজে বাধা পড়ে। ফলে জোয়ারের পানি পূর্ব ও পশ্চিম দুর্গাবাটি ও পোড়াকাটলা গ্রামে প্রবেশ করে। 

ভাঙনকবলিত অংশে রিং বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু না হওয়ায় শুক্রবার দুপুর থেকে জোয়ারের পানি বুড়িগোয়ালিনী ভামিয়া, মাদিয়া, দাতিনাখালীসহ আটুলিয়ার চুনা, হেঞ্চি, তালবাড়িয়াসহ আশপাশের ৮টি গ্রামে প্রবেশ করে। 

বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভবতোষ মণ্ডল বলেন, ভাঙনকবলিত অংশের বাঁধ মেরামতের কাজ করেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। কাজের ক্ষেত্রে গুণগত মান রক্ষা না করার মাশুল এখন হাজার হাজার নারী-পুরুষ আর শিশুকে দিতে হচ্ছে। তিনি আরও বলেন, বারবার ভাঙনের মুখে পড়ে এসব এলাকার মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিন শতাধিক চিংড়ি ঘের পানিতে নিমজ্জিত হওয়ায় ১০-১২ কোটি টাকার চিংড়ি ভেসে যাওয়াসহ এলাকায় খাওয়ার পানির অভাব প্রকট হয়েছে।

ভাঙনের বিষয়ে শ্যামনগর পওর বিভাগ-২ এর সেকশন অফিসার মাসুদ রানা জানান, নদীর পাশের চর দেবে যাওয়ায় বাঁধ নদীতে বিলীন হয়েছে। বৃহস্পতিবার ভাঙনের খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। জিও ব্যাগ ও বাঁশ ভাঙনকবলিত অংশে পৌঁছালে শুক্রবার বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামের লোকজন আলোচনার পর সেখানে রিং বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। 

এদিকে, ৮টি গ্রাম প্লাবিত হওয়ার খবরে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ন কবীর ভাঙনকবলিত অংশসহ প্লাবিত এলাকা পরিদর্শনে যান। এ সময় তিনি পাউবোর কর্মকর্তাসহ স্থানীয় গ্রামবাসী আর জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে দ্রুত রিং বাঁধ নির্মাণ করে ভাঙনের ভয়াবহতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। 

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়