হোম > সারা দেশ > সাতক্ষীরা

আমদানির খবরে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম কমেছে ৩০ টাকা

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা কমে গেছে। কদিন ধরে ১০০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ আজ মঙ্গলবার বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।

ভারত থেকে আমদানির খবরে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মিলবাজারের ব্যবসায়ী আবুল হাসান বলেন, ‘আমরা যে দামে পেঁয়াজ কিনি, তার চেয়ে ২ থেকে ৫ টাকা লাভ করে বেচি। কয়েক দিন আগেও পেঁয়াজ কিনতাম ৮০ টাকার বেশি দরে। আজ কিনেছি ৭০ টাকা দরে, বিক্রি করছি ৭৫ টাকায়।’

এদিকে ভোমরা স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ৮১ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ ঢুকেছে দেশে। গতকাল সোমবার ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ৩৩০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে ঢোকে। আজ মঙ্গলবারও শতাধিক ট্রাক পেঁয়াজ ঢুকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আজ বিকেল পর্যন্ত পেঁয়াজ ঢুকেছে ৫০ ট্রাক।

সপ্তাহখানেকের মধ্যে পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে চলে আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এ বিষয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, আমদানি করা পেঁয়াজ এখনো খুচরা বাজারে ঢোকেনি। সেই পেঁয়াজ ঢুকলে দাম ৫০ টাকার নিচে চলে আসবে।

দেশীয় পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায় বিক্রি হয়। এ অবস্থায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়।

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়