হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় বাসের ধাক্কায় শিশু নিহত, আহত ৫

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দহকুলায় বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনায় আহত হয় আরও পাঁচজন। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার দহকুলায় বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির মা-নানিসহ কমপক্ষে পাঁচজন। আজ রোববার সকালে আশাশুনি-সাতক্ষীরা সড়কের দহকুলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশুটির নাম মোস্তাকিম বিল্লাহ (২)। সে খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের সাফিয়া খাতুনের ছেলে। তবে তার বাবার নাম জানা সম্ভব হয়নি। আহত ব্যক্তিরা হলেন পাইকগাছা সদরের আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা সাফিয়া খাতুন (২০), নানি নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুর রহমান জানান, মোস্তাকিম ও তার নানি নাজমা খাতুনকে সঙ্গে নিয়ে মা সাফিয়া খাতুন ইজিবাইকে ডাক্তার দেখানোর জন্য সাতক্ষীরায় আসছিলেন। রামচন্দ্রপুর এসে পৌঁছালে পেছন থেকে সাতক্ষীরাগামী একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি