হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভোমরা সিএন্ডএফ ভোটার তালিকা সংশোধনের নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি

ভোটার তালিকা সংশোধনের নির্দেশনার প্রেক্ষিতে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচন উপলক্ষে প্রণীত তালিকায় যোগ্য অনেক ব্যক্তিকে ভোটার করা হয়নি এমন অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরের পরিচালক গত সোমবার এ চিঠি দেন। চিঠিতে অভিযোগ নিষ্পত্তির পর নির্বাচন করার জন্য বলা হয়েছে। 

রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে-জেইন ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রোপ্রাইটর খন্দকার মো. সাজ্জাদুল ইসলাম স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁর নাম নেই। ট্রেড ইউনিয়নের মাসিক চাঁদা বকেয়া থাকায় তাঁর নাম ভোটার তালিকায় ওঠেনি। বকেয়া চাঁদা পরিশোধের বিষয়ে তিনি কোনো পত্র, মেইল বা মোবাইল পাননি। তিনি অফিস কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে বকেয়া ৫ হাজার ২০০ টাকা ব্যাংকের মাধ্যমে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাগারে জমা করেছেন। এখন ট্রেড ইউনিয়নের আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্তির জন্য দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। 

চিঠিতে আরও বলা হয়েছে-মেসার্স সার্ভিস লাইনের স্বত্বাধিকারী মোছা নাসিমা পারভিন, মেসার্স ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম, মেসার্স সেতু সেন্টারের অংশীদার মো. সহিদুর রহমান, মেসার্স রহমান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. সাজেদুর রহমান, মেসার্স সানমুন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সামছুর রহমান, মেসার্স মো. সাইফুল ইসলামের স্বত্বাধিকারী মোসা রুনা লাইলার স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, তাঁরা ট্রেড ইউনিয়নের বকেয়া সমুদয় টাকা পরিশোধ করেছেন। তাঁরাও আগামী নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্তির জন্য এ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। 

এ বিষয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার  এইচ এম আরাফাত বলেন, এ ধরনের কোনো পত্র আমরা পাইনি। তবে মৌখিকভাবে জানান পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। 

নির্বাচন কমিশনার আরও বলেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ১২০ জনের তালিকা প্রদান করেছে। নির্বাচন কমিশন হিসেবে আমরা ওই তালিকাই অনুসরণ করছি। এখন তালিকা সংশোধন করতে হলে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল রোববার অফিস খুললে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা