সাতক্ষীরার শ্যামনগর পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া থেকে একটি বাঘের দেহাবশেষ উদ্ধার করেছে বনকর্মীরা। গতকাল শনিবার দুপুরে বুড়িগোয়ালিনী স্টেশনে বন বিভাগের সদস্যরা নিয়মিত টহলের সময় অর্ধগলিত ওই দেহাবশেষ দেখতে পায়। আজ রোববার দেহাবশেষ বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিস এলাকায় এনে মাটি চাপা দেওয়া হয়েছে।
বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, দুই থেকে তিন সপ্তাহ আগে বাঘটি মারা গেছে। বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে বলে মনে করেন তাঁরা।
এ ঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সহকারী বন সংরক্ষক আরও বলেন, ‘বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। তবে শরীরের বেশির ভাগ অংশ পচে যাওয়ায় বাঘটি পুরুষ নাকি নারী তা নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুর আলম শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরির পর রেঞ্জ কার্যালয়ের পাশে মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।’