হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবনের কলাগাছিয়া থেকে বাঘের দেহাবশেষ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া থেকে একটি বাঘের দেহাবশেষ উদ্ধার করেছে বনকর্মীরা। গতকাল শনিবার দুপুরে বুড়িগোয়ালিনী স্টেশনে বন বিভাগের সদস্যরা নিয়মিত টহলের সময় অর্ধগলিত ওই দেহাবশেষ দেখতে পায়। আজ রোববার দেহাবশেষ বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিস এলাকায় এনে মাটি চাপা দেওয়া হয়েছে। 

বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, দুই থেকে তিন সপ্তাহ আগে বাঘটি মারা গেছে। বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে বলে মনে করেন তাঁরা। 

এ ঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

সুন্দরবনের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধূরী আজকের পত্রিকাকে বলেন, ‘বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুর আলমের নেতৃত্বে বনকর্মীরা গতকাল টহলে যায়। এ সময় জীব-জন্তুর শরীরের পচনের দুর্গন্ধের সূত্র ধরে তারা মুরালীখালের মাথায় পৌঁছে  অর্ধগলিত অবস্থায় বাঘটির দেহাবশেষ দেখতে পায়। পরে বস্তায় ভরে বাঘের দেহাবশেষ নিয়ে আজ সকালে তারা বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে পৌঁছেন।’ 

সহকারী বন সংরক্ষক আরও বলেন, ‘বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। তবে শরীরের বেশির ভাগ অংশ পচে যাওয়ায় বাঘটি পুরুষ নাকি নারী তা নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুর আলম শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরির পর রেঞ্জ কার্যালয়ের পাশে মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।’ 

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়