হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভারতীয় ট্রাকচালকদের মারধর, ৫ ঘণ্টা বন্ধ ভোমরা বন্দরের কার্যক্রম

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতীয় ট্রাক চালকদের মারধরের ঘটনার জেরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের কার্যক্রম। অবশেষে আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে দু’পক্ষের বৈঠকের পর আমদানি-রপ্তানি শুরু হয়। 

ভোমরা স্থলবন্দরের একটি সূত্র জানায়, পাথর বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের পরে ভাঙাচোরা রাস্তার কারণে ঝাঁকুনিতে ট্রাক থেকে পাথর পড়ে যাচ্ছিল। সেগুলো কুড়িয়ে নেয় স্থানীয় একদল লোক। গতকাল সোমবার রাতে একটি চক্র ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের পরে ভালো রাস্তা থেকে সরিয়ে ভাঙাচোরা অংশ দিয়ে চালাতে বাধ্য করে। ভারতীয় ট্রাকের চালক বাবলু সরদার (৪৩) এতে রাজি না হলে ট্রাক থামিয়ে তাঁকেসহ রাজু সরদার, প্রবীর সরদার, জহিরুল ও সত্য মণ্ডলসহ আট ভারতীয় নাগরিককে বেদম মারপিট করে স্থানীয় সাদ্দাম হোসেনের নেতৃত্বে কথিত শ্রমিকেরা। ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাক। এর প্রতিবাদে ভারতীয় চালকেরা ট্রাক চালনা বন্ধ করে দেন। 

তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভোমরা গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, পণ্য খালাসের সময় তুচ্ছ ঘটনায় তাঁকে বেদম মারপিট করেছে ভারতীয় ট্রাক ড্রাইভারেরা।

এ বিষয়ে জানতে চাইলে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ‘সোমবার রাতে সৃষ্ট ঘটনায় ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিরা ধর্মঘট শুরু করে। বিষয়টি নিয়ে দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। ওপারের ঘোজাডাঙ্গা ব্যবসায়ী নেতা সন্দীপ ঘোষসহ কাস্টমস কর্মকর্তারা এসেছিলেন। আলোচনা শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে মিটমাট হয়ে গেছে। দুপুর ২টা থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।’

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি