হোম > সারা দেশ > সাতক্ষীরা

বর পৌঁছানোর আগে কনেপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

বরের আসন থেকে শুরু করে বিয়ের সকল আয়োজনের প্রস্তুতি শেষ। রান্নাও চলছিল বর পক্ষ ও আত্মীয়স্বজনের জন্য। বর পৌঁছালেই বিয়ে হবে, এমন অপেক্ষায় কনেপক্ষ! কিন্তু বর পৌঁছানোর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অভিযানে বন্ধ হয় দশম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীর বাল্যবিয়ে। 

কনের জন্ম নিবন্ধন জালিয়াতি করে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বিয়ে বন্ধসহ কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও রুলী বিশ্বাসের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামের কার্জন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

ইউএনও রুলী বিশ্বাস বলেন, ‘উপজেলায় একটি বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ আমাদের কাছে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে প্রমাণ পাওয়া যায় ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর জাল নিবন্ধনপত্র তৈরি করে ১৮ বছর বয়স দেখিয়ে বাল্যবিয়ের আয়োজন করেন কনের পরিবার। পরে জন্ম নিবন্ধন পত্রে জালিয়াতি ও বাল্যবিবাহের অপরাধে কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৫ / ৩ ধারামতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম বলেন, ‘আমরা বিদ্যালয়ে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টি করলেও অভিভাবকেরা মানতে চায় না। গোপনে স্কুল পড়ুয়া অল্প বয়সী মেয়েদের বিয়ে দেন তারা। করোনাকালীন অধিকাংশ মেয়ের বিয়ে হয়ে গেছে। লেখাপড়া ও সংসার জীবন সমাজে দুটিই গুরুত্বপূর্ণ, কিন্তু মেয়েদের বাল্যবিয়ে দিলে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় থেকেই তারা ঝরে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়।’

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়