হোম > সারা দেশ > সাতক্ষীরা

মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

মাসুদ পারভেজ, কালীগঞ্জ (সাতক্ষীরা)

খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কালীগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের কাঁকশিয়ালী সেতুসংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাশের মহাসড়কে সুশাসনের জন্য নাগরিক–সুজন, জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন পালিত হয়। 

সুশাসনের জন্য নাগরিক—সুজনের উপজেলা কমিটির সহসভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। 

এ সময় উপস্থিত ছিলেন সুজনের সদস্য ও সাংবাদিক এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, জাহাঙ্গীর হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের আনিসুর রহমানসহ অন্যান্য সদস্য। এ ছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ডাক্তার পতিরাম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাষ চন্দ্র মণ্ডল, তাপস কুমার, চণ্ডীচরণ মণ্ডল, তারক সরকার, সিদাম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন তাঁরা। সংখ্যালঘুদের ওপর নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭