হোম > সারা দেশ > সাতক্ষীরা

সমিতির নেতা গ্রেপ্তার, সাতক্ষীরার ৪ রুটে বাস বন্ধের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে চালু

সাতক্ষীরা প্রতিনিধি

বাস মালিক সমিতির নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরার চারটি রুটে বাস চলাচল বন্ধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

াস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সাধুকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরার চারটি রুটে বাস চলাচল বন্ধের পর আবার চালু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়ে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে দুপুর থেকে আবারও বাস চলাচল শুরু হয়েছে।

জানা গেছে, উজ্জ্বল সাধু পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা ও অনিক পরিবহনের মালিক। গতকাল বৃহস্পতিবার তাঁকে সাতক্ষীরা শহরতলির লাবসা এলাকা থেকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা।

সাতক্ষীরা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সকালে জানান, মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সাধুকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরার চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন সাধারণ শ্রমিকেরা।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, শহরতলির লাবসা এলাকা থেকে উজ্জ্বল সাধুকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে ১৫১ (ছত্রভঙ্গ হওয়ার আদেশের জ্ঞাতসারে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশে যোগদান করা বা থেকে যাওয়া) ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়