হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী আহত

সাতক্ষীরা প্রতিনিধি

আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে শেখ আলমগীর হোসেন আলম (৩৫) নামের এক ঘের ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার ভোরে সীমান্তবর্তী লক্ষীদাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।

আলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

ভোমরার এক মোটরসাইকেলচালক আবু হোসেন জানান, গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে তিনি সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ বি এম আক্তার মারুফ বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন রয়েছে, তাঁকে ভর্তি করা হয়েছে।

বিজিবির ভোমরা ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ বলেন, ‘একজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে উপপরিদর্শক সেকেন্দার আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

মনোনয়ন চেয়ে বিএনপি নেতার সমর্থকদের মানববন্ধন