হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে লরির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

সাতক্ষীরা ও শ্যামনগর রতিনিধি 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দ্রুতগামী লরির ধাক্কায় জামিলা আক্তার মিম (১২) নামের এক মাদ্রাসাছাত্রী মারা গেছে। এতে আহত হয়েছেন লরির চালক আবুবকর সিদ্দিকী বাবু। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি কালবোট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামিলা আক্তার মিম একই উপজেলার কাটলা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং ভামিয়াপোড়া আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আহত চালক বাবু বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শ্রীফলাকাটি গ্রামের তামজিদ হাসান নামের এক প্রত্যক্ষদর্শী জানান, জামিলা আক্তার মিম খালার সঙ্গে শ্রীফলাকাটি বাজারে যাচ্ছিল। পথে দ্রুতগামী লরি তাকে ধাক্কা দেয়। এরপর তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। 

এদিকে মিমকে চাপা দিয়ে সামনে গিয়ে লরিটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে চালক আবুবক্কার সিদ্দিকী বাবু গুরুতর আহত হন। তাঁকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাবুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ মোর্শেদ জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা