হোম > সারা দেশ > সাতক্ষীরা

গরুর পেটে কাস্তে ঢোকানোর ঘটনা ১৮ হাজার টাকায় মীমাংসা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘেরের বেড়ি (আইল) ক্ষতিগ্রস্তের কারণে গরুর পেটে কাস্তে ঢুকিয়ে দেওয়ার ঘটনাটি ১৮ হাজার টাকায় মীমাংসা করা হয়েছে। গরুর মালিকের লিখিত অভিযোগের পর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

এর আগে আহত গরু স্থানীয় জনপ্রতিনিধির তত্ত্বাবধানে জবাই করে মাংস গ্রামবাসীর মধ্যে বিক্রি করা হয়। গত ২৬ এপ্রিল উপজেলার বুড়িগোয়ালীনির বনবিবিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার বিষয়টির সমাধান করা হয়।

সালিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর জোহরা বেগমের গরু ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের চিংড়িঘেরের বেড়িতে ওঠে। এতে বেড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাঙ্গীর হোসেনের ভাগনে মনিরুল গরুর পেটে কাস্তে ঢুকিয়ে দেয়। মনিরুল তাঁর মামার ঘেরটি দেখভাল করতেন। পরে দিনমজুর জোহরা বেগম ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেন। আজ সালিশি বৈঠকে অভিযুক্তরা ১৮ হাজার টাকা জরিমানা দিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়।

বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ জানান, গ্রাম্য আদালত পরিচালনার আগে দুই পক্ষ ১৮ হাজার টাকা ক্ষতিপূরণে বিষয়টি মীমাংসা করে নেয়। এ ছাড়া জবাই করা গরুর মাংস বিক্রির টাকা জহুরা বেগমের হাতে তুলে দেওয়া হয় বলেও তিনি জানান।

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি