তালায় জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে খলিলনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের এরশাদ আকুঞ্জীর ছেলে মদন আকুঞ্জী, উত্তর নলতা গ্রামের ইশা শেখের ছেলে ফারুক শেখ ও নলতা গ্রামের বাদা জোয়াদ্দারের ছেলে কোহিনুর জোয়াদ্দার।
থানার পুলিশ সূত্রে জানা গেছে, তালা থানার ওসির নেতৃত্বে এসআই প্রীতিশ রায়ের সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল রাতে খলিলনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।