হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় প্রাথমিকের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় প্রাথমিকের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবার তালা থানায় লিখিত অভিযোগ দিলে পরদিন শুক্রবার ওই শিক্ষককে আটক করা হয়। 

আটক শিক্ষকের নাম সুভাষ কুমার দাস (৫৮)। তিনি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম (পিপিএম)। 

অভিযোগে উল্লেখ করা হয়, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ কুমার দাস গত ৭ মার্চ সকালে ভুক্তভোগী ওই ছাত্রীকে (১০) শ্রেণিকক্ষে ডেকে পাঠান। সেখানে তিনি ওই ছাত্রীকে তাঁর হাত-পা টিপে দিতে বলেন। এ সময় কক্ষে কোনো শিক্ষার্থী না থাকার সুযোগে তিনি ছাত্রীর গোপনাঙ্গ স্পর্শ করেন। এ সময় শিশুটি ভয়ে বাড়িতে পালিয়ে গিয়ে মাকে সব খুলে বলে। 

বিষয়টি জানাজানি হলে পরদিন অভিভাবকেরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন। এতে তিনি কোনো পদক্ষেপ না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, তালা থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হয়। 

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ছাত্রীর বাবার করা মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে শিক্ষককে আটক করা হয়েছে।

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি