হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় রাসায়নিক মেশানো ৫ হাজার কেজি আম ধ্বংস

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো পাঁচ হাজার কেজি গোবিন্দভোগ আম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে দেবহাটা ফুটবল মাঠে জনসম্মুখে ট্রাকের চাকায় পিষে এই আম ধ্বংস করা হয়। 

গতকাল মঙ্গলবার দিনভর দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে রাসায়নিক মেশানো আম জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। পরে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে জব্দ করা আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পান। এক মাসে ৭০ থেকে ৮০ হাজার কেজি রাসায়নিক মেশানো আম ধ্বংস করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। 

এ বিষয়ে ইউএনও খালিদ হোসেন বলেন, ‘সাতক্ষীরার গাছপাকা সুস্বাদু আম সারা দেশে বেশ সমাদৃত। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে অপরিপক্ব আম পেড়ে তা ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করছেন। এতে সারা দেশে সাতক্ষীরার আমের ঐতিহ্য ও সুনাম কমছে। এভাবে চলতে থাকলে আগামীতে ভোক্তাদের কাছে সাতক্ষীরার আমের কদর থাকবে না। পাশাপাশি জেলার আম চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন।’ 

ইউএনও আরও বলেন, ‘গোবিন্দভোগ, গোপালভোগসহ বেশ কয়েকটি স্থানীয় জাতের আম পাড়ার জন্য ১২ মে দিন নির্ধারণ করে কিছুদিন আগে আমের ক্যালেন্ডার ঘোষণা করে জেলা প্রশাসন। তবে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় প্রাকৃতিকভাবে আম পাকা শুরু হওয়ায় আজ বুধবার ক্যালেন্ডার সংশোধন করে ১২ মের পরিবর্তে ৫ মে থেকে আম পাড়ার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।’

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭