হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভাইয়ের চাপাতির কোপে আহত বরখাস্ত র‍্যাব সদস্যের মৃত্যু 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার বলাডাঙ্গায় ভাইয়ের চাপাতির কোপে আহত বরখাস্ত র‍্যাব সদস্য আজিবর রহমান (৪০) মারা গেছেন। আজ সোমবার তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত শুক্রবার রাতে বড় ভাইয়ের চাপাতির কোপে তিনি গুরুতর আহত হন। 

 নিহত আজিবর রহমান সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি ঢাকার র‍্যাব-১০-এর বরখাস্ত র‍্যাব সদস্য। 

নিহতের ভাই রস্তম আলী বলেন, বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুজন গরুর মাংসের ব্যবসা করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে ব্যবসার টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে চাপাতি নিয়ে এসে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) সকালে মারা যান আজিবর। তাঁর মরদেহ আনার প্রক্রিয়া চলছে। 

নিহতের শ্যালক শাহিন হোসেন বলেন, ‘আজিজুর রহমান ঢাকার র‍্যাব-১০-এ কর্মরত ছিলেন। স্থানীয় একটি হোটেলে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হন তিনি। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে বিভাগীয় মামলা চলছিল। আগামী ১০ মে মামলার চূড়ান্ত আদেশের দিন ছিল।’ 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’ আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭