হোম > সারা দেশ > সাতক্ষীরা

প্রাইভেট কার থেকে বস্তাবন্দী ও হাত-পা বাঁধা অচেতন চালককে উদ্ধার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে বস্তাবন্দী ও হাত-পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামে এক প্রাইভেট কারের চালককে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে মির্জাপুর বাজারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে অচেতন অবস্থায় তাঁকে আবিষ্কার করে স্থানীয় বাসিন্দারা। পরে শেখ শাহিনকে হাসপাতালে ভর্তি করা হয়। পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শেখ শাহিন খুলনা সদর উপজেলার আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুর বাজারের পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে বস্তাবন্দী অবস্থায় কিছু একটা দেখতে পায় স্থানীয়রা। পরে বস্তার ভেতরে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তিকে আবিষ্কার করে। পুলিশের সাহায্যে প্রথমে তাঁকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আইডি কার্ড দেখে তাঁর পরিচয় পাওয়া যায়।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে  প্রাইভেট কারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭