হোম > সারা দেশ > সাতক্ষীরা

স্কুলছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় কারাগারে গেলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা ঘটনায় বাবু মণ্ডল নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার পুলিশ আসামিকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বাসিন্দা। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তঃসত্ত্বা কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। গ্রেপ্তারের পর একমাত্র আসামি বাবু মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অষ্টম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। গত ৬ ফেব্রুয়ারি উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে আল্ট্রাসনোগ্রামের পর তার ছয় মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি ধরা পড়ে। এ সময় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে এমন পরিণতির জন্য সে প্রতিবেশী বাবু মণ্ডলকে দায়ী করে। 

ভুক্তভোগীর বাবা বলেন, ‘কাজের জন্য দিনমজুর স্ত্রীসহ তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সে সুযোগে প্রতিবেশী বাবু মণ্ডল খাবারের লোভে ফেলে তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। অভিযুক্ত ব্যক্তির ভয়ভীতির কারণে বিষয়টি তাদের কাছে গোপন রাখার কথা জানিয়েছে তার মেয়ে।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’ 

এদিকে অভিযুক্তের ছেলে তরুণ মণ্ডল (২৮) আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষার পরপরই হাসপাতালে উপস্থিত লোকজনের সামনে ঘটনার জন্য ভুক্তভোগী অন্য এক প্রতিবেশীকে দায়ী করেছিল। পরে ওই প্রতিবেশীর পরিবারসহ স্থানীয় প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে তার বাবাকে অপরাধী বানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি