হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে প্রবাসীকে কুপিয়ে জখম: ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে প্রবাসফেরত মন্টু গাজীসহ তাঁর পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করার ঘটনায় আব্দুল্লাহ আল মামুন (৩১) ও গোলাম মোস্তফাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে হামলার ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করার পর গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের আল মামুন ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর সহযোগী গোলাম মোস্তফা একই এলাকার বাসিন্দা। আহতরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে মন্টু, ইস্রাফিল, শামিম ও মোখলেছুরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মন্টুর বাবা নুরুজ্জামান গাজী বলেন, গত বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল গফুরের বাড়ির সামনে দলবল নিয়ে ইতালি-ফেরত মন্টুকে কুপিয়ে আহত করেন মামুন। খবর পেয়ে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে মামুন ও তাঁর লোকজন তাঁদের ওপরও চড়াও হন। এ সময় দায়ের আঘাতে ইস্রাফিল, শামিম ও মোকলেছুর আহত হন। ঘটনার রাতেই তিনি যুবলীগ সভাপতি মামুনসহ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তিনি দাবি করেন, এলাকায় চাঁদাবাজি, চিংড়িঘের দখলসহ কমিটি দেওয়ার নামে অর্থ আদায়ের মতো অভিযোগ রয়েছে মামুনের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ থানায় মামলা করা হলে দুজনকে গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত