হোম > সারা দেশ > সাতক্ষীরা

বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রতিনিধি, কালীগঞ্জ (সাতক্ষীরা) 

সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান গাজীর ছেলে।

ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল খালেক খান জানান, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে তাঁরা সীমান্তে তিনটি গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর আরও একটি গুলির শব্দ শোনেন। এরপর স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন সীমান্তের ইছামতী নদীসংলগ্ন হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পের উত্তর পাশ থেকে এ গুলি হয়েছে। গুলিতে নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ বিএসএফ নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন নদীপথে ভারত থেকে গরুসহ অবৈধ মালামাল আনা–নেওয়া করতেন।

 বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে জানিয়ে তাঁর চাচা হাবিবুর রহমান সবুজ বলেন, `আমরা আব্দুর রাজ্জাকের মরদেহ ফেরত আনার জন্য বিজিবির কাছে আবেদন জানিয়েছি।' 
জানতে চাইলে বিজিবির বসন্তপুর বিওপির হাবিলদার খলিল বলেন, আব্দুর রাজ্জাকের মৃত্যুর তথ্যটি তাঁর পরিবারের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে।

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা