হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে একটি অটোরিকশা উল্টে এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩৫) ও তাঁর ছেলে মুস্তাকিম (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শারমিন অটোরিকশায় করে তাঁর বাবার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রাম থেকে শ্বশুরবাড়িতে ফিরছিলেন। অটোরিকশাটি ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের কেন্দ্র পরিদর্শনে বের হয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী এক নারী ও তাঁর ছেলে নিহত হয়। তাদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

সাতক্ষীরাকে বিগত সরকার এ দেশের অংশ বলেই মনে করত না: ডা. শফিকুর রহমান

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত