সাতক্ষীরার তালায় গ্যাসের ট্যাবলেট খেয়ে মো. ইমরান হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে তালা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত ইমরান হোসেন তালার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে।
দোহার গ্রামের মোটরসাইকেল চালক লাভলু বলেন, আজ সকালে শ্বশুরবাড়ি যাওয়া কথা বলে তালার থেকে আমার মোটরসাইকেল ভাড়া করে নিয়ে আসেন ইমরান। পরে শ্বশুর পরিবারের সঙ্গে ঝগড়া করে ট্যাবলেট খেয়েছে বলে আমাকে জানান তিনি। আমি তাঁকে সঙ্গে সঙ্গেই তালা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি।
মৃতের চাচা কাজী মোহাম্মদ আলী বলেন, খেশরার মুড়াগাছা গ্রামের মাহবুব জোর্দারের মেয়ের সঙ্গে গোপনে বিয়ে করে ইমরান। সম্প্রতি ইমরান তাঁর চাকরি হারিয়েছে। আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে মুড়াগাছা গ্রামে শ্বশুরবাড়িতে যায় আমার ভাতিজা। সেখানে গিয়ে মেয়ের পরিবারের সঙ্গে ঝগড়ার করে গ্যাস ট্যাবলেট খায় ইমরান। পরে দুপুর ১টার দিকে তাঁকে তালা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসারত অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মেয়ের পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।