হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় ট্রাক উল্টে খাদে পড়ে ২ শ্রমিক নিহত, আহত ১১ 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।’ 

নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজির ছেলে সাইদুল গাজি (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। 

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুগত আলামিন সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। 

ট্রাকে থাকা আহত শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, ‘কয়রা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে মজুরি হিসেবে ধান কাটতে গিয়েছিলাম। আমরা ২০ থেকে ৩০ মণ ধান পাই। ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলাম। আজ সকালে হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় এলে ট্রাকটি সড়ক থেকে উল্টে খাদে পড়ে। এতে সাইদুল ও মনিরুল নিহত হন।’ 

স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখা হয়েছে। এই কারণে দুর্ঘটনা ঘটেছে।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭