হোম > সারা দেশ > সাতক্ষীরা

যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে উপদেষ্টা আসিফ মাহমুদ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি সড়ক পথে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের ঈশ্বরীপুরস্থ ঐতিহাসিক এই কালি মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি দুই দিন আগে দেবী কালির মাথা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের মুকুট চুরির বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। 

গত ১০ অক্টোবর দুপুরের দিকে মন্দিরের প্রধান ফটক খোলা থাকার সুযোগে এক যুবক দেবী কালির মাথায় থাকা স্বর্ণের মুকুট নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে চিহ্নিত করা হলেও দুদিনেও তাকে শনাক্ত করা যায়নি। 

এদিকে দেবী কালির মাথায় থাকা মুকুট চুরির ঘটনায় শ্যামনগর থানায় মামলা (যার নং- ১২) হয়েছে। আজ শনিবার মন্দির পরিচালনা কমিটির সদস্য জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে মামলা করেন। ডিবির হাতে তদন্তভার দেওয়া উক্ত মামলা। ডিবি মামলার তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলো মন্দিরের পুরোহিত দিলীপ হালদার, তার সহকারী অপূর্ব সাহা ও সঞ্জয় বিশ্বাস সাজু, পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা রেখা রানী ও পারুল বিশ্বাস। 

যশোরেশ্বরী মন্দির পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব, উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাস, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পরির্দশক (তদন্ত) ফকির তাইজুর রহমান।

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা