হোম > সারা দেশ > সাতক্ষীরা

‘ছাওয়ালডা বেঁচে আছে–নাকি মরে গেছে এতটুকু জানতি চাই’

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 

কান্নায় ভেঙে পড়েন কফিল উদ্দীন শেখ। ছবি: আজকের পত্রিকা

‘ছাওয়ালডা বেঁচে আছে–নাকি মরে গেছে এতটুকু জানতি চাই’, চারডে বছর হতি গেছে আজও তার কোনো সন্ধান পাচ্ছি নে’ কথাগুলো শেষ না হতেই কান্নায় ভেঙে পড়েন কফিল উদ্দীন শেখ (৭১)।

স্বজনদের চেষ্টায় নিজেকে সামলে এ বৃদ্ধ বলেন, ‘গরু আনার কথা বলে তারা নে গেল, সক্কলি ফিরে এলেও শুধু আমার সন্তানডার হদিস নেই, জঙ্গলে মেরে ফিরে এসে এখন আবার মামলা তুলতি হুমকি দেচ্ছে।’

তথ্য মতে, জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা কফিল উদ্দীন শেখ। ২০২১ সালে ২০ জানুয়ারি রাতে ভারত থেকে অবৈধভাবে গরু আনার কথা বলে তার ছেলে রতন শেখকে স্থানীয় চোরাকারবারিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আজ অবদি তার কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনার থানায় অভিযোগ দিলে পুলিশ আমলে না নিলে কফিল উদ্দীন আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে থানায় মামলায় দায়ের হলেও কোন কুল কিনারা হয়নি। উল্টো মামলা তুলে নিতে হুমকি দেওয়ার পাশাপাশি সাক্ষীদের নানাভাবে হয়রানি করছে আসামিরা।

রতনের বোন রত্না বেগমসহ স্থানীয়রা জানান, সাহেবখালীর মামুন কয়াল, রফিকুল কয়াল নেদাসহ কয়েকজন রতনের ইচ্ছার বিরুদ্ধে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। ভারত থেকে বনের ভেতর দিয়ে গরু আনার কথা বলে নিয়ে গেলেও দুই দিন পরে এসে ভাইকে বাঘে খেয়েছে বলে প্রচার করে তারা। এ সময় রতনের সঙ্গে যাওয়া মুছাসহ অন্যরা অক্ষত থাকার বিষয়ে জানতে চাইলে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি চেপে যাওয়ার প্রস্তাব দেয় চোরাচালানে জড়িতরা।

এ বিষয়ে বিষয়ে প্রধান অভিযুক্ত মামুন কয়াল বলেন, ‘রতনকে গরু আনার জন্য পাঠানো হলে বনের মধ্যে সে বাঘের কবলে পড়ে নিহত হয়। পরবর্তীতে মিথ্যা মামলা দিলেও পুলিশ তদন্তে কোন সত্যতা না পেয়ে ফাইনাল দিছে। পুনরায় নারাজি দেওয়ায় বাদীর সঙ্গে সামান্য বাদানুবাদ হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর উপপরিদর্শক সঞ্জয় দত্ত বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্নের আশা করছি।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, স্বতন্ত্র একটি সংস্থা রতন শেখ নিখোঁজের বিষয়টি তদন্ত করায় পুলিশের কিছু করার নেই। তবে মামলার বাদী বা সাক্ষীদের কেউ কোনো প্রকার হুমকি ধামকি ভয়ভীতি দেখালে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়