সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁদের ঠেলে বাংলাদেশে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাগরিকত্ব ও পরিচয় নিশ্চিত হতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুশখালী বিজিবির বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশ ইন করা ২৩ জনকে আটক করেছে বিজিবি। তাঁদের সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে।
ব্যাটালিয়ন দপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরে এ বিষয়ে সাংবাদিকদের জানানো হবে।