হোম > সারা দেশ > সাতক্ষীরা

বনদস্যু ও বন বিভাগের গুলি বিনিময়, ১০ জেলে উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 

বনদস্যুদের কাছ থেকে উদ্ধার হওয়া জেলেরা। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবনে তৎপর বনদস্যু ও বন বিভাগের সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরের দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর তকতাখালী খালে এ ঘটনা ঘটে। এ সময় বনদস্যুদের কাছে জিম্মি ১০ জেলেকে উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা। এ ছাড়া তিনটি নৌকা, একটি সোলার প্যানেল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেরা হলেন শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আব্দুল আলিম (৬২), নুর ইসলাম (৪৫), রবিউল ইসলাম (২৮), মফিজুর রহমান (৩৮), মুছাক সানা (৬৭) ; ছোট ভেটখালীর রাজু ফকির (৪৭), হাফিজুর রহমান (৪৫), সফিকুল ইসলাম (৩৪) ; দুরমুজখালীর রফিকুল ইসলাম (৫০) ও বড় ভেটখালীর নজরুল ইসলাম (৫৭)।

গোলাগুলির ঘটনা ও ১০ জেলে উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ জেড হাসানুজ্জামান। তিনি জানান, বনদস্যুদের তৎপরতা রুখতে তাঁরা টহল বৃদ্ধি করেছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি চার সদস্যের একটি বনদস্যু দল সুন্দরবনে যাওয়া জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল রোববার সকাল থেকে কদমতলা স্টেশন অফিসার সোলায়মান হোসেনের নেতৃত্বে সহকারী রেঞ্জ অফিসার হাববুল ইসলামসহ বিভিন্ন স্টেশনের অন্তত ২০ সদস্যকে নিয়ে বন বিভাগ সুন্দরবনে বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি নদীর তকতাখালী খালে বনদস্যু ও বন বিভাগের সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বন বিভাগের গুলির মুখে টিকতে না পেরে বনদস্যুরা পালিয়ে গেলে অপহৃত ১০ জেলেকে উদ্ধার করা হয়। এ সময় বনদস্যুদের ব্যবহৃত তিনটি নৌকা, সোলার প্যানেল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গতকাল রাত আটটার দিকে তাঁরা লোকালয়ে পৌঁছান।

পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী, কৈখালী, কদমতলা স্টেশনসহ দোবেকী, কাছিকাটা ও মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা অভিযানে অংশ নেন।

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা