হোম > সারা দেশ > সাতক্ষীরা

চলে গেল ‘রক্তযোদ্ধা’ রিয়াজুলও

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রসূতির জন্য রক্ত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত রিয়াজুল ইসলাম (১৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত রোববার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যায় সে। এ নিয়ে সেই দুর্ঘটনায় ছয়জন নিহত হলো।

জানা গেছে, গত ১০ মে জেলার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী প্রসূতি তানজিলা খাতুন (৪০) গর্ভের যমজ সন্তানের একটি ভূমিষ্ঠ হলেও আরেকটি না হওয়ায় তাঁকে অ্যাম্বুলেন্সযোগে নেওয়া হচ্ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সঙ্গে ছিল রিয়াজুল ইসলাম ও তাজিজুল ইসলাম নামের দুজন ব্লাড ডোনারসহ স্বজনেরা।

বেলা ৩টার দিকে অ্যাম্বুলেন্স সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার মির্জাপুর শ্মশান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে নবজাতক, প্রসূতি মা, জামাতা ডালিম, ব্লাড ডোনার তাজিজুল ইসলামসহ পাঁচজন প্রাণ হারান। আহত হয় রিয়াজুল ইসলাম।

নিহত প্রসূতির স্বামী আলাউল ইসলাম বলেন, আহত রিয়াজুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে সে মারা যায়।

জানা গেছে, সাতক্ষীরা সদরের জাহানাবাজ মাদ্রাসার ছাত্র রিয়াজুল ইসলাম এলাকায় ‘রক্তযোদ্ধা’ হিসেবে পরিচিত ছিল।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭