হোম > সারা দেশ > সাতক্ষীরা

চলে গেল ‘রক্তযোদ্ধা’ রিয়াজুলও

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রসূতির জন্য রক্ত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত রিয়াজুল ইসলাম (১৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত রোববার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যায় সে। এ নিয়ে সেই দুর্ঘটনায় ছয়জন নিহত হলো।

জানা গেছে, গত ১০ মে জেলার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী প্রসূতি তানজিলা খাতুন (৪০) গর্ভের যমজ সন্তানের একটি ভূমিষ্ঠ হলেও আরেকটি না হওয়ায় তাঁকে অ্যাম্বুলেন্সযোগে নেওয়া হচ্ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সঙ্গে ছিল রিয়াজুল ইসলাম ও তাজিজুল ইসলাম নামের দুজন ব্লাড ডোনারসহ স্বজনেরা।

বেলা ৩টার দিকে অ্যাম্বুলেন্স সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার মির্জাপুর শ্মশান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে নবজাতক, প্রসূতি মা, জামাতা ডালিম, ব্লাড ডোনার তাজিজুল ইসলামসহ পাঁচজন প্রাণ হারান। আহত হয় রিয়াজুল ইসলাম।

নিহত প্রসূতির স্বামী আলাউল ইসলাম বলেন, আহত রিয়াজুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে সে মারা যায়।

জানা গেছে, সাতক্ষীরা সদরের জাহানাবাজ মাদ্রাসার ছাত্র রিয়াজুল ইসলাম এলাকায় ‘রক্তযোদ্ধা’ হিসেবে পরিচিত ছিল।

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন