হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে ৩ বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ আটক

সাতক্ষীরার প্রতিনিধি 

সাতক্ষীরার শ্যামনগরে তিনটি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ আজিজুল হক (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার পার্শেমারী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আজিজুল উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা। 

কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীন বিসিজি কয়রা স্টেশনের লেফটেন্যান্ট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের কোস্ট গার্ডের একটি দল শ্যামনগর উপজেলার পার্শেমারী এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, একটি দেশীয় দা ও একটি রডসহ আজিজুল হককে আটক করা হয়। 

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আজিজুল হক জানিয়েছেন, তিনি ২০১৮ সালে আত্মসমর্পণকারী বনদস্যু মেহেদী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এবং বিভিন্ন সময়ে সুন্দরবনে ডাকাতি করতেন। অস্ত্রসহ আটক ডাকাতকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইকবাল হোসেন। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ডাকাতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

মনোনয়ন চেয়ে বিএনপি নেতার সমর্থকদের মানববন্ধন