হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় দুদকের গণশুনানিতে ৩৬টি অভিযোগ উত্থাপিত

সাতক্ষীরা প্রতিনিধি

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। 

এ সময় দুদকের খুলনার পরিচালক মোনজুরুল মোরশেদ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. কাজী মনিরুজ্জামানসহ জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন। 

সদর উপজেলার এক ব্যক্তি অভিযোগ করেন, সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলতে তাঁর তিন হাজার টাকা লেগেছিল। উত্তরে সাব-রেজিস্ট্রার রিপন মুন্সি জানান, দলিল তুলতে ৮০০ টাকা লাগে, সঙ্গে লাগে ১০০ টাকা। তিন হাজার টাকাকে নিয়েছে, তা তাঁর জানা নেই।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্তের আশ্বাস দেন কমিশনার।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতির বিষয়ে এক অভিযোগকারী বলেন, বিনেরপোতা এলাকায় কুন্দুরডাঙ্গী খালের এক কিলোমিটার খনন করেছিল মৎস্য অধিদপ্তর। পরবর্তী সময় সেই খালের একই জায়গায় খনন দেখিয়ে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে পাউবোর কর্মকর্তারা। 

এ ছাড়া গোবিন্দপুর থেকে বিনেরপোতা অভিমুখী পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারে তিন কোটি টাকা খরচ করে পাউবোর কর্মকর্তারা ও ঠিকাদারের যোগসাজশে পাঁচ কোটি টাকা উত্তোলন করে দুই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজকে নিয়েও দুর্নীতির বড় অভিযোগ রয়েছে বলে গণশুনানিতে উঠে এসেছে। মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমানের সময় ৫০ লাখ টাকার এসি, ফার্নিচার ও ল্যাবের বিভিন্ন যন্ত্রাংশ কেনা হয়েছিল। পরবর্তীকালে অধ্যক্ষ রুহুল কুদ্দুস সেসব জিনিসপত্র ব্যবহার না করে অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ দেওয়া হয়েছে দুদক কমিশনারের কাছে। এ ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকল্যাণ তহবিলের ৮০ লাখ টাকা তছরুপের অভিযোগ দেওয়া হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ‘৩৬টি অভিযোগ পেয়েছি। প্রতিটি অভিযোগের তদন্ত হবে।’

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি