সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে আলী বক্স সরদার (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলা সদরের নকিপুর গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী গুচ্ছগ্রাম এলাকার শমসের সরদারের ছেলে।
নিহত শমসেরের ভাই খোকন সরদার বলেন, ‘মাছের ঘেরে পানি সেচের সময় অসাবধানতাবশত ভাই মোটরের তারে জড়িয়ে যান। দ্রুত মোটরের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আলীর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনে পরিবারকে অনুমতি দেওয়া হয়।