হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৮ নৌকাসহ ২৩ জেলে গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে কাঁকড়া ও মাছ শিকারের অভিযোগে ২৩ জেলে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় আটটি নৌকাসহ মাছ, কাঁকড়াসহ শিকার কাজে ব্যবহৃত আটল ও জাল জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার বিকেল ও রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকী ও সাপখালী থেকে বুড়িগোয়ালীনি ও কোবাদক স্টেশন অফিসের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার আব্দুস সবুর, আনারুল ইসলাম, ইমাইল হোসেন, রবিউল ইসলাম, গোলাম সরদার, মো. জহুর আলী, আবুল হোসেন, নুরুজ্জামান গাজী, আসলাম ফারুক, মো. আনারুল, মো. আবুল বাসার, আবুল হোসেন মোড়ল, মোস্তফা গাজী, মো. রমজান আলী, মনজুর গাজী, আবুল কাশেম গাজী, রঞ্জন গাইন, তষার গাইন, শশাধর রপ্তান, জাহাঙ্গীর হোসেন, জামাল, খুলনার কয়রা উপজেলার বায়েজিদ হোসেন ও তাইজুল ইসলাম। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, নোটাবেঁকী অভয়ারণ্যের রায়মঙ্গল নদী থেকে গতকাল রাতে ১৯ জনকে আটক করা হয়। এ সময় পাঁচটি কাঁকড়া ও একটি মাছ শিকারের নৌকা জব্দ করা হয়। এ ছাড়া এদিন বিকেলে অপর একটি অভিযানে সাপখালী অভয়ারণ্য থেকে চার কাঁকড়া শিকারিকে আটক করা হয়। 

এই কর্মকর্তা আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় দুটি নৌকাসহ ৫০ কোজি সমপরিমাণ কাঁকড়া জব্দ করা হয়।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭