হোম > সারা দেশ > সাতক্ষীরা

কলারোয়ায় দমদম মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী হয়েছে। আজ সোমবার অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দমদম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি শেখ আব্দুল্লাহ।

 প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে যখন শিশুরা এসে ভর্তি হয় তখন বয়সে তারা খুবই ছোট থাকে। দীর্ঘদিন শিক্ষকদের পাঠদান গ্রহণের পর কর্মজীবনে চলে যায়। পরে দীর্ঘসময় ধরে তাদের সঙ্গে আর যোগাযোগ থাকে না। কিন্তু আশীর্বাদ থেকে যায়। 

সাবেক শিক্ষার্থী গাজী হারুনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক জিএম আব্দুল হামিদ, বাসুদেব কুমার ঘোষ, অলক কুমার, শফিকুল ইসলাম, আব্দুল ওহাব, রফিউল্লাহ, রফিকুল ইসলাম, ওলিউর রহমান, শাহানাজ বেগম, পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির উপদেষ্টা আবু তালেব, আতিয়ার রহমান, শামিম হোসেন, রহিম রাজ, আতিক হোসেন প্রমুখ। 

আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সাবেক শিক্ষার্থী আমজেদ হোসেন, ইমন হোসেন, শামিম হোসেন প্রমুখ। 

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭