হোম > সারা দেশ > সাতক্ষীরা

ইজিবাইকের চাকায় জড়িয়ে চামড়াসহ চুল উঠে খুলি বেরিয়ে গেছে ঝুম্পার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যাটারিচালিত যানবাহন ইজিবাইকের চাকায় চুল জড়িয়ে গুরুতর আহত হয়েছেন ঝুম্পা মজুমদার। চামড়াসহ চুল উঠে গিয়ে খুলি বেরিয়ে গেছে তাঁর। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।

জানা গেছে, ঝুম্পা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের নেপাল মজুমদারের মেয়ে। তিনি কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিন বোনের মধ্যে ঝুম্পা মজুমদার বড়, দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স প্রায় পাঁচ বছর।

ঝুম্পার চাচাতো ভাই কালিপদ মজুমদার বলেন, গত ৩ নভেম্বর পরীক্ষা দিতে ইজিবাইকে কলেজে যাচ্ছিলেন ঝুম্পা। পথে মাথার লম্বা চুল ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে গেলে চামড়াসহ সব চুল উঠে যায়। এতে প্রায় খুলি বেরিয়ে গেছে তাঁর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ঝুম্পাকে ঢাকায় পাঠাতে হবে। এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

কালিপদ মজুমদার আরও বলেন, ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়