হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় পরকীয়ার জেরে শ্বাসরোধে স্বামীকে হত্যা, গ্রেপ্তার ২

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটার মঠবাড়িয়ায় স্বামী গোলাম হোসেনকে (৪০) শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী মোছা রেহেনা খাতুনসহ (৩৫) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। মৃত গোলাম হোসেন নগরঘাটা ইউনিয়নের মঠবাড়িয়ার সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদের ভাই ও মোহাম্মদ আলী মোড়লের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে পরকীয়ার জেরে রেহেনা খাতুন ও তাঁর প্রেমিক মিলে শ্বাসরোধে গোলাম হোসেনকে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে গতকাল বুধবার রাতে নিহতের ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে পাটকেলঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-৫। পরে পাটকেলঘাটা থানার পুলিশ মৃতের স্ত্রী ও প্রেমিককে গ্রেপ্তার করে।

মঠবাড়িয়ার সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, রেহেনার প্রেমিক রাব্বি হোসেনের বাড়ি বেনাপোলে। তিনি ত্রিশমাইলে অটো রাইচ মিলে কাজ করতেন। মাসিক ৩ হাজার টাকার বিনিময়ে রাব্বির জন্য রেহেনা খাতুন রান্না করতেন। রাব্বি প্রতিদিন তিন বেলা গোলাম হোসেনের বাড়িতে খেতেন। সেই সুবাদে পরকীয়ায় জড়িয়ে পড়েন রেহেনা ও রাব্বি। এ নিয়ে গোলাম হোসেনের পরিবারে অশান্তি লেগেই থাকত।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ গ্রেপ্তারকৃত দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা