সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম (২৯) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদের বাড়িতে এই ঘটনা ঘটে।
বিদ্যুতায়িত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল।
জহুরুল শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের দিলু ইসলামের ছেলে। ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদকের দায়িত্বে ছিলেন।
জহুরুলের চাচাতো ভাই মোশারফ হোসেন ও বাবু জানান, প্রতিবেশী বিএনপি নেতা আব্দুল ওয়াহেদের বাড়ির ছাদ পরিষ্কার করছিলেন জহুরুল। এ সময় ছাদের পাশে থাকা বিদ্যুতের তারে জহুরুলের হাত লেগে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।