হোম > সারা দেশ > সাতক্ষীরা

ঘোড়া দিয়ে হালচাষ

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

একসময় সনাতন পদ্ধতিতে কৃষিকাজ করা হলেও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এর পরিবর্তন এসেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষকেরা প্রযুক্তিনির্ভর হয়েছেন। গরু দিয়ে হালচাষের স্থানে এসেছে ট্রাক্টর। সেখানে সাতক্ষীরার তালা উপজেলার হরিণখোলা বিলে ঘোড়া দিয়ে করা হচ্ছে হালচাষ। ইতিমধ্যে বিষয়টি নজর কেড়েছে এলাকাবাসীর।

হরিণখোলা গ্রামের গোপাল মণ্ডল ঘোড়া দিয়ে জমি চাষ করেন। তিনি বলেন, ‘প্রায় চার বছর ধরে এই ঘোড়া দিয়ে জমি চাষাবাদ করছি। নিজের সামান্য জমি ছাড়াও অন্যের জমি চাষ করে উপার্জন করি। তা দিয়ে কোনো রকমে সংসার চলে।’

গোপাল মণ্ডল আরও বলেন, ‘নিজের জমি চাষাবাদ করেও অপরের জমিতে টাকার বিনিময়ে গরুর পাশাপাশি ঘোড়া দিয়ে হালচাষ করি। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২০ শতাংশ জমি চাষ করার উপযোগী করতে পারি।’

গোপাল মণ্ডল বলেন, ‘ঘোড়া ও মই দিয়ে হালচাষ করি। বিঘাপ্রতি এক চাষে ৪০০ টাকা করে নিই। আমাকে দেখে অনেক কৃষক ঘোড়া দিয়ে হালচাষ করার ইচ্ছা পোষণ করেছেন।’

স্থানীয় কৃষক বিদ্যাসাগর জানান, হালচাষে ঘোড়ার ব্যবহার নতুন নয়। তবে বর্তমানে কৃষকেরা প্রযুক্তিনির্ভর। তাই বিষয়টি চমকপ্রদ বলা চলে।

কৃষক বাসুদেব মণ্ডল বলেন, ‘ঘোড়া দিয়ে হালচাষ নতুন নয়। বর্তমানে আমাদের এলাকায় প্রায় সময় চোখে পড়ে। বর্তমানে লাঙল ও পাওয়ার টিলারের দাম বাড়ায় কৃষকেরা বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে চাষাবাদের পরিকল্পনা বেছে নিয়েছেন।’ 

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়