হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা কিশোরীর অনশন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় কনকনে শীত উপেক্ষা করে বিয়ের দাবিতে প্রেমিক রাসেল বাদশার (২২) বাড়িতে অনশনে বসেছে অন্তঃসত্ত্বা এক কিশোরী (১৬)। আজ শুক্রবার বিকেলে উপজেলার মাগুরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে এলাকার জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় রাসেল বাদশার বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলার মাগুরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে রাসেল বাদশা বাড়িতে এক কিশোরী বিয়ের দাবিতে অনশন শুরু করে। এ সময় প্রেমিক রাসেল বাদশার অভিভাবকেরা বিয়ের আশ্বাস দিয়ে ওই কিশোরীকে তাঁর বাড়িতে ফেরত পাঠানো চেষ্টা করে ব্যর্থ হন।

ভুক্তভোগী কিশোরী বলেন, ‘প্রায় এক বছর আগে রাসেল বাদশা সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে আমি অন্তঃসত্ত্বা। আমার গর্ভে দুই মাসের সন্তান রয়েছে। আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েও বিয়ে করছে না। আমার দাবি, বিয়ের বিষয়টির সুরাহা করতে হবে। তা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।’

প্রেমিক রাসেল বাদশার বাবা ও ইউপি সদস্য মইনুল ইসলাম বলেন, ‘আমার ছেলে যদি দোষী হয়, তা হলে তাদের বিয়ে ব্যবস্থা করব।’

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ জলদস্যু ডন বাহিনীর, মুক্তিপণ দাবি

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত