গহিন সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া বঙ্গোপসাগর এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬২ জন ভারতীয় নাগরিককে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের জড়ো করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরও কিছুসংখ্যক ভারতীয় নাগরিককে বিএসএফ বনের মধ্যে ছেড়ে দিয়েছে।
মশিউর রহমান আরও জানান, আটককৃতদের রিভারাইন বিজিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে কয়েকবার যোগাযোগ করেও শ্যামনগরের নীলডুমুর রিভারাইন বিজিবির সাড়া পাওয়া যায়নি।