হোম > সারা দেশ > সাতক্ষীরা

পরিবেশের ছাড়পত্র নেই, ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

সাতক্ষীরা প্রতিনিধি

পরিবেশের ছাড়পত্র না থাকায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় এক ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় আরেক ভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনী ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, সদর উপজেলার বাবুলিয়ায় দুটি ভাটায় অভিযান চালানো হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় লিয়াকত হোসেনের বি বি ব্রিকস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করায় মেহের আলী সরদারের এস বি এল ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭