হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় খেলার সময় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজনই পুকুর ঘাটে খেলার একপর্যায়ে ডুবে যায়।

মৃত আনিকা সুলতানা (৪) আলম হাওলাদারের মেয়ে ও জান্নাত (৩) অহিদুজ্জামানে মেয়ে। দুজনই একই গ্রামে পাশাপাশি বাড়িতে থাকত। 

আনিকার বাবা আলম হাওলাদার জানান, ওই দুই শিশু বাড়ির পাশে পুকুর ঘাটে খেলা করছিল। পরিবারের সদস্যরা এ সময় নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। অনেকক্ষণ হলেও দুই শিশু বাড়িতে না ফিরলে তাদের খোঁজ খুঁজি শুরু হয়। 

একপর্যায়ে আনিকাকে ভাসমান ও জান্নাতকে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিরুজ্জামান জানান, হাসপাতালে আনার অনেক আগে দুই শিশুর মৃত্যু হয়। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশের অনুমতি নিয়ে স্বজনরা মৃতদেহ নিয়ে গেছে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, পরিবার নিশ্চিত হয়েছে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। সে জন্য তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭