হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে আতঙ্ক ছড়াচ্ছে ঢেউয়ের তীব্রতা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলবর্তী শ্যামনগরসহ সুন্দরবনসংলগ্ন নদীসমূহে জোয়ারের চাপ বেড়েছে। স্বাভাবিকের তুলনায় তিন ফুটেরও বেশি জোয়ার হলেও স্থানীয়দের মধ্যে ভীতি ছড়াচ্ছে মূলত নদীর তীব্র ঢেউ। শঙ্কা তৈরি হয়েছে বাঁধ ছাপিয়ে লোকালয়ে নদীর পানি প্রবেশের। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে উপকূল রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের দাবি করেছেন স্থানীয়রা। 

এদিকে রোববার দুপুর ২টা পর্যন্ত স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে কোনো লোকজনকে আশ্রয় নিতে দেখা যায়নি। মূল্যবান জিনিসপত্র গুছিয়ে নিয়ে বরং এলাকাবাসী নিজ নিজ বাড়িতে সতর্কাবস্থায় অবস্থান নিয়েছেন। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপকূলবর্তী এলাকার খোলপেটুয়া, কপোতাক্ষ ও কালিন্দি নদীর পানি স্বাভাবিকের তুলনায় তিন ফুটের মতো পানি বেড়েছে। এ ছাড়া পূর্ব দিক থেকে তীব্র ঝোড়ো বাতাস বইতে থাকায় এসব নদীর ঢেউ পশ্চিমকুলে তীব্র বেগে আছড়ে পড়ছে। 

শ্যামনগরের দুর্গাবাটি এলাকায় গিয়ে দেখা গেছে, স্থানীয়রা জিও ব্যাগের মোটা কাপড় মুড়িয়ে উপকূল রক্ষা বাঁধ রক্ষার চেষ্টা করছে। পাউবোর সদস্যরা বালুভর্তি বস্তা ফেলে গেলেও ঢেউয়ের আঘাতে সেসব বস্তা সরে যাচ্ছে। আবার পানির সঙ্গে মিশে অনেক স্থানে বস্তার বালু বেরিয়ে যাওয়ায় সেসব অংশের বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাধ্য হয়ে তাঁরা জিও ব্যাগ তৈরির কাপড় দিয়ে ঢেউ আছড়ে পড়া অংশ ঢেকে দেওয়ার চেষ্টা করছে। 

এদিকে সুন্দরবন ও সীমান্তসংলগ্ন গোলাখালী গ্রামের জামির হোসেন বলেন, ‘জোয়ারের পানি বৃদ্ধি হলেও ঢেউয়ের তীব্রতা তাদের সবচেয়ে আতঙ্কিত করছে। মাঝেমধ্যে দমকা বাতাসের সময় সৃষ্ট ঢেউ আছড়ে পড়ায় ভাঙন আতঙ্কে ভুগছি।’ 

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘রোববার দুপুর ৩টা পর্যন্ত আমার এলাকায় কোনো ভাঙনের সৃষ্টি হয়নি। তবে আশ্রয়কেন্দ্র দূরে হওয়ায় অনেকে বাড়ি-ঘর ছেড়ে যেতে নীহা দেখাচ্ছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম বলেন, ‘উপজেলার ১৬৯টি আশ্রয়কেন্দ্রসহ আরও শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সিপিপিসহ বিভিন্ন সংগঠনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে।’

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী নিহত

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭