হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় পারিবারিক কলহে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে বিষপানে অমৃতা ঘোষ (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। আজ রোববার রাতে জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ১৮ জুন সে বিষপান করে। 

স্কুলছাত্রীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) অনিল মুখার্জি। তিনি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

অমৃতা ঘোষ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকার কার্তিক ঘোষের মেয়ে। সে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের পরিবারের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, গত ১৮ জুন পারিবারিক কলহের জেরে বিষপান করে স্কুলছাত্রী অমৃতা ঘোষ। স্বজনেরা তাকে পাটকেলঘাটার বেসরকারি হাসপাতাল সেবা ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয় তাকে। গতকাল রোববার সন্ধ্যায় আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় তার। 

কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যার বিষয়টি দুঃখজনক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়ক নির্মাণে অনিয়মের তদন্তে এলজিইডি

সাতক্ষীরা-শ্যামনগর সড়ক: কাজে ধীরগতি, গর্ত ও ধুলায় চরম ভোগান্তি

উপকূলের গল্প বলতে মোবাইল স্টোরি টেলিং শিখছেন শ্যামনগরের তরুণেরা

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজশিক্ষক নিহত

বুনো আমড়া প্রথম, কলমি-থানকুনি শাক দ্বিতীয়-তৃতীয়

কালো সৈনিক পোকা চাষে রাবেয়ার সফলতা

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার

মনোনয়ন চেয়ে বিএনপি নেতার সমর্থকদের মানববন্ধন