হোম > সারা দেশ > নীলফামারী

ভাইয়ের নির্বাচনী প্রতীক হেলিকপ্টারে করে সৈয়দপুরে এলেন জাপানপ্রবাসী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বড় ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় এসেছেন মোজাফফর হোসেন টিপু নামে এক জাপানপ্রবাসী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে  ঢাকা থেকে হেলিকপ্টারে করে স্থানীয় রেলওয়ে মাঠে নামেন তিনি। 

মোজাফফর হোসেন টিপু সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহসীন আলী রুবেলের ছোট ভাই। মহসীন আলী হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মহসীন আলী রুবেল বলেন, ‘আমার ছোট ভাই মোজাফফর হোসেন টিপু  দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে জাপানে এক বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত। আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ওই দিন জাপানি বন্ধু ইতোকে নিয়ে বাড়িতে আসে সে। এ ছাড়া ঢাকা থেকে হেলিকপ্টারে করে তার সঙ্গে সৈয়দপুরে আসেন উপজেলার কামারপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান জিকো আহম্মেদ।’

মোজাফফর হোসেন বলেন, ‘আমার বড় ভাই মহসীন আলী রুবেল সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত ভাইয়ের নির্বাচনে প্রচারণায় অংশ নিতেই বাড়িতে এসেছি। ভাই যেহেতু হেলিকপ্টার প্রতীক নির্বাচন করছেন, তাই হেলিকপ্টার করেই বাড়ি এসেছি।’ এ সময় ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করেন তিনি। 

উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ