হোম > সারা দেশ > রংপুর

মেয়েকে শ্বশুরবাড়ি রাখতে গিয়ে পথে প্রাণ হারালেন সাবেক ইউপি সদস্য

বিরামপুর (দিনাজপুর) দিনাজপুর

মোটরসাইকেলে করে মেয়েকে শ্বশুরবাড়ি রাখতে যাচ্ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক সদস্য। পথিমধ্যে ট্রাকের চাপায় নিহত হয়েছেন তিনি। মেয়ে সুস্থ আছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সোনামুখী বাজার এলাকায়।

নিহত ব্যক্তি হলেন বজলুর রশিদ (৫৫)। তিনি ঘোড়াঘাটে উপজেলার বুলাকীপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

সড়ক দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ বিকেল ৪টার দিকে মেয়ে তৃষা মনিকে তাঁর শ্বশুরবাড়ি জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় রাখতে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে বজলুর রশিদ। সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। বজলুর রশিদের মাথা থেঁতলে গেছে। মোটরসাইকেলের পেছনে বসা তাঁর মেয়ে পড়ে গেলেও সুস্থ আছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, মেয়েকে নিয়ে সড়কের সোনামুখী বাজার থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন নিহত বজলুর রশীদ। একই সময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।

ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার পরপরেই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এই ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করা হবে। পরিবারের কাছে মরদেহ দেওয়া হয়েছে।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড