হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ২

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃতরা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নারিকেলতলা এলাকায় স্থানীয় জনতা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের কামাল কাছনা এলাকার মুশফিক বিন সাত্তার (৩২) ও ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার খলিলুর রহমান (৫২)।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তিরা আজ বিকেলে নারিকেলতলা এলাকার এক নারীকে চাকরির আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দুজনকে আটক করে থানা-পুলিশকে খবর দেয়। ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ বলছে, মুশফিক বিন সাত্তার একজন প্রতারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এর আগে কখনো র‍্যাবের পোশাকে আবার কখনো ডিবি পরিচয়ে তিনি প্রতারণা করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, দুজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। আগামীকাল তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড